ওয়াহাবিদের দাবি হচ্ছে মুহাম্মদ(সা.) ছবিতে রাসূল(সা.)-এরচেহারা দেখানো হয়েছে তাই এই ছবি দেখা হারাম। কিন্তু মূলত, এই ছবিতে রাসূল(সা.)-এর পবিত্র চেহারা মোকবারক মোটেও দেখানো হয় নি। তাছাড়া এই ছায়াছবিতে রাসূল(সা.)-এর যে দয়ালু এবং রহমানী চেহারা তুলে ধরা হয়েছে তা থেকে তারা আতঙ্কগ্রস্ত হয়েছে।
সংবাদ: 3357544 প্রকাশের তারিখ : 2015/09/02